নুহাশ পাঞ্জাবি পরলেন মায়ের পছন্দে, দেখুন আরও কজনের সাজ
৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২২। এই অনুষ্ঠানে কেমন ছিল তারকাদের সাজপোশাক, এ নিয়ে নকশার বিশেষ আয়োজন।
মায়ের পছন্দের পাঞ্জাবি পরে আসেন পরিচালক নুহাশ হুমায়ূন। কালো-সাদা রং মিলিয়ে পাঞ্জাবি-প্যান্টের সঙ্গে পুমা ব্র্যান্ডের কালো রঙের কেডস পরেছিলেন তরুণ নির্মাতা। তাঁর গায়ে ছিল কালো রঙের জমিনে সোনালি কাজ করা পাঞ্জাবি। হালকা ফ্রেঞ্চ কাট দাড়ি ও নিয়মিত চুলের ছাঁটেই দেখা গেছে তরুণ এই পরিচালককে।এদিকে মা গুলতেকিন খান পরেছিলেন হালকা হলুদ রঙের জামদানি শাড়ি। ওপরে ছিল লাল ছিটে সুতার কাজ, কানে সোনার হুপ রিং, হাতে কালো ব্যাগ।
কালোতে সৌম্য-দিব্যর স্টাইল, নিজের ডিজাইনের পোশাকে সাদিয়া
অভিনয়শিল্পী দুই ভাই সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতিকে বেসিক স্টাইলের ধারায় দেখা যায়। ডেনিম জিনসের সঙ্গে কালো শার্ট। সাজের সরল দিককেই গুরুত্ব দিয়েছিলেন তাঁরা। দুজনেই পরেছিলেন বাবার ঘড়ি, সঙ্গে অক্সফোর্ড জুতা। এদিকে অভিনেত্রী সাদিয়া আয়মানের পছন্দের বেগুনি আর বাদামি রঙের মেঝে ছোঁয়া ঘাগড়া চোলিটি ছিল নাজারা ব্যান্ডের। তবে নিজের মতো করে কিছুটা কাস্টমাইজড করে নিয়েছেন ডিজাইনার আবির চৌধুরীর কাছ থেকে। পুঁতির লম্বা কানের দুলটি কিনেছেন আড়ং থেকে। হাতে ছিল কেলভিন ক্লাইনের ঘড়ি।