Home খেলা রামগড়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সেপ্টেম্বর ১৩, ২০২৩

রামগড়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় উপজেলার স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫০ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পৌরসভার মাষ্টারপাড়ার স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিভিন্ন ইভেন্টের বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু কাউসার, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রানী রায়, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-উর রশীদ, কোচ, খেলোয়ারসহ সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগীতায় অংশ নেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *