Home খেলা বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন কোহলি-পান্ডিয়ারা
সেপ্টেম্বর ১৩, ২০২৩

বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন কোহলি-পান্ডিয়ারা

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দল এখন বেশ নির্ভার। পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ মিলিয়ে টানা তিন দিন মাঠে ছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সামনেই আবার উঁকি দিচ্ছে বিশ্বকাপ। সব মিলিয়ে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে তাই বিশ্রামে পেতে পারেন দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

সুপার ফোরে শ্রীলঙ্কাকে সোমবার ৪১ রানে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে ভারত ফাইনালে ওঠার পার এমন খরব দিচ্ছে দেশটির গণমাধ্যম। শোনা যাচ্ছে, জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া এমনকি বিরাট কোহলির মতন তারকাও বাংলাদেশের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন।

ক্রিকবাজের আলোচনায় এমন ইঙ্গিত দিয়েছেন ক্রিকেটার দীনেশ কার্তিকও। তার মতে, এমন চিন্তাই হবে আদর্শ, “আমি হলেও বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে চাইতাম। সবাই টানা তিনদিন মাঠে ছিল। তাছাড়া ফাইনালের আগে সতেজ রাখার ব্যাপার আছে। বুমরাহকে অবশ্যই বিশ্রাম দেয়া উচিত, এমনকি কোহলিকেও বিশ্রাম দেওয়া যায়। আমাদের ব্যাকআপ খেলোয়াড়দের জন্য এসব ম্যাচ গেইম টাইম পাওয়ার জন্য উপযুক্ত সুযোগ।”

বুমরাহকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে আরেক পেসার মোহাম্মদ শামিকে। মিডল অর্ডারে লোকেশ রাহুলরের জায়গায় আসতে পারেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই ব্যাটার কেমন করতে পারেন তা দেখতে চায়বে টিম ম্যানেজমেন্ট। কোহলিও যদি বিশ্রাম নেন তবে তার জায়গা নিতে পারেন শ্রেয়াস আইয়ার। চোটের কারণে তিনি গত দুই ম্যাচ ছিলেন বাইরে। এমনকি বিশ্বকাপের আগে পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও নিয়ে বেশি ঝুঁকি নিতে চাইবে না দলটি। তিনি বিশ্রামে গেলে খেলবেন শার্দুল ঠাকুর।

আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশের বিপক্ষে আগামী শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত। আগামী রোববার একই মাঠে হবে ফাইনাল।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *