Home বানিজ্য লেনদেনের শীর্ষে আবারও ফু ওয়াং, খাতভিত্তিক লেনদেনে এগিয়ে বিমা খাত
সেপ্টেম্বর ১২, ২০২৩

লেনদেনের শীর্ষে আবারও ফু ওয়াং, খাতভিত্তিক লেনদেনে এগিয়ে বিমা খাত

ঢাকার শেয়ারবাজারে আজ ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। দিনের প্রথম এক ঘণ্টা ৪৫ মিনিট লেনদেনের পর দেখা যাচ্ছে, তিনটি সূচকই ঊর্ধ্বমুখী।

প্রথম এক ঘণ্টা ৪৫ মিনিট লেনদেনের পর দেখা যাচ্ছে, সর্বনিম্ন মূল্যস্তরে আটকে থাকা কোম্পানিগুলো ব্যতীত অন্যান্য যে কোম্পানির লেনদেন হয়েছে, সেগুলোর দাম বেড়েছে। তবে গত কয়েক দিনের বিবেচনায় লেনদেনের গতি কিছুটা কম। প্রথম ঘণ্টায় লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালেও গত কয়েক দিনে দেখা গেছে, লেনদেনের প্রথম ৩০ বা ৪০ মিনিটেই লেনদেন শত কোটি টাকা ছাড়িয়েছে।

খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, লেনদেন ও মূল্যবৃদ্ধি উভয় ক্ষেত্রেই এগিয়ে আছে বিমা খাত। এ ছাড়া কারসাজির মাধ্যমে যেসব কোম্পানির শেয়ারের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ আছে, আজও সেই সব কোম্পানি লেনদেনে এগিয়ে আছে।

আজও লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড। এই কোম্পানির শেয়ারের দাম গত ছয় মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রায় এক মাস ধরে এই কোম্পানি লেনদেনের শীর্ষে থাকছে। ফু ওয়াং ফুডসহ এমারেল্ড অয়েল, মিরাকল ইন্ডাস্ট্রিজ-এমন কিছু নিম্ন মানের কোম্পানি নিয়ে বাজারের কারসাজিকারকেরা বেশ কিছুদিন ধরে কারসাজি করে আসছে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত তদন্ত কমিটি গঠন করা হয়নি।

এসব কোম্পানির বিষয়ে বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এবং লেনদেন এসব কোম্পানির মধ্যে সীমাবদ্ধ থাকায় বাজারে লেনদেন কিছুটা কমে এসেছে।
আজ দিনের প্রথম এক ঘণ্টা ৪৫ মিনিট লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ দশমিক ০৮ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৪৪ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে ২ দশমিক ১৯ পয়েন্ট।

দিনের প্রথম এক ঘণ্টা ৪৫ মিনিটে লেনদেন হয়েছে ১৯৯ কোটি টাকার।
এই সময় লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৩৩ লাখ টাকার; তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *