Home অপরাধ নাটোরে অপহৃত নারীকে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার
সেপ্টেম্বর ১২, ২০২৩

নাটোরে অপহৃত নারীকে ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার

নাটোর সদরের কাফুরিয়া থেকে অপহৃত এক গৃহবধূকে ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় অপহরণ ও পাচারে জড়িত শাজাহান আলী (৩০) ও কবির হোসেন (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা যশোরের মণিরামপুর মশ্বিমনগর ও শ্যামপুরের বাসিন্দা এবং সম্পর্কে শালা-দুলাভাই। এদের মধ্যে শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।

তিনি পেশাদার নারী পাচারকারী হিসেবে পরিচিত। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিপিসি নাটোর-২-এর কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান। মেজর আশিকুর রহমান জানান, প্রায় সাত বছর আগে সদর উপজেলার এক যুবকের সাথে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। গত দুই মাস আগে মোবাইলের মাধ্যমে আপহরণকারী শাজাহানের সাথে মোবাইলে কথাবার্তার সূত্র ধরে পরিচয় হয় ওই গৃহবধূর।

শাজাহান গৃহবধূকে চাকরির প্রলোভন দেখান। এক পর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠলে শাজাহান তাকে অপহরণ ও ভারতে পাচারের পরিকল্পনা করেন। 

এরই ধারাবাহিকতায় গৃহবধূকে বিয়ে করার কথা বলে শাজাহান ৯ সেপ্টেম্বর দুপুরে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজার থেকে সিএনজিযোগে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধূর স্বামী নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এরপর প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব তাদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৬-এর সদস্যদের সহযোগিতায় কলারোয়া সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। 

মেজর আশিক আরো জানান, শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী। ছোটবেলায় তার মা তাকে নিয়ে ভারত চলে যান।

৬ বছর আগে তিনি পুনরায় বাংলাদেশে আসেন এবং যশোরের মণিরামপুরে তার বাবা সোবাহান আলীর সাথে বসবাস শুরু করেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের টার্গেট করেন। তাদের ভারতে পাচারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা রোজগার করেন। এ কাজে তাকে বোনজামাই কবির হোসেনসহ আরো অনেকে সহায়তা করেন। তাদের গ্রেপ্তারের পর নাটোর সদর থানায় ও ভুক্তভোগী গৃহবধূকে স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *