Home খেলা দুনিথের স্পিনে বিভ্রান্ত কোহলি রোহিত গিল
সেপ্টেম্বর ১২, ২০২৩

দুনিথের স্পিনে বিভ্রান্ত কোহলি রোহিত গিল

দুনিথ ওয়েলালাগের স্পিনে বিভ্রান্ত ভারতীয় টপঅর্ডার। শ্রীলংকান এই  ২০ বছর বয়সী তরুণ স্পিনারের বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল, সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

আউট হওয়ার আগে রোহিত শর্মা ৪৯ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন। ২৫ বলে দুটি বাউন্ডারিতে ১৯ রানে ফেরেন শুভমান গিল। ১২ বলে ৩ রানে ফেরেন আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ বলে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলা বিরাট কোহলি।

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। কলম্বোয় আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৩৫৬ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

টার্গেট তাড়ায় কুলদীপ যাদবের বিস্পনে বিভ্রান্ত হয়ে ৩২ ওভারে মাত্র ১২৮ রানেই ইনিংস গুটায় পাকিস্তান। ২২৮ রানের বড় ব্যবধানে জিতে ফাইনালের পথেই আছে ভারত। আজ শ্রীলংকা অথবা শুক্রবার বাংলাদেশকে হারালেই সরাসরি ফাইনালে চলে যাবে ভারত।

এমন সহজ সমীকরণের ম্যাচে মঙ্গলবার কলম্বোয় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ১১.১ ওভারে স্কোর বোর্ডে ৮০ রান জমা করেন তারা।

এরপর তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগের বলে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে ভারত হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে দলের হাল ধরেছেন লোকেশ রাহুল ও ইশান কিশান।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *