রাকিব-অন্তুর হতে দুর্জয়ের নেতৃত্
তৌকির আহেমদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্জয় পরিবারের নতুন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাকিব তালুকদারকে সভাপতি ও বায়োকেমিস্ট্রি বিভাগের চিন্ময় নন্দী অন্তুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে উপদেষ্টামন্ডলীরা এ বাস কমিটি ঘোষণা করেন।
রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করেন অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে প্রায় ২৬টি বাস চলাচল করে। কল্যাণপুর, জিগাতলা, সাইন্সল্যাব হয়ে জবি রুটে চলাচল করে দুর্জয় নামের এই বাস। জানা যায়, বাসে যাতায়াতকারী সকল সদস্যের চাওয়া-পাওয়া বিশ্লেষণ করে এবং বাসের সাবেক সকল উপদেষ্টামন্ডলীর অনুমোদনক্রমে নতুন কমিটি দেওয়া হয়েছে।
দুর্জয় বাসের নতুন কমিটির সভাপতি রাকিব তালুকদার এ বিষয়ে তার অনুভূতি জানিয়ে বলেন, দুর্জয়ের সকলকে ধন্যবাদ আমার ও আমাদের সকলের পাশে থাকার জন্য৷ আশা করি দুর্জয়ের সবাইকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুর্জয় বাসের শৃঙ্খলা রক্ষার্থে আমি ও আমার কমিটির সকল সদস্য বদ্ধপরিকর থাকবো।
তিনি আরও বলেন, আমাদের দুর্জয় পরিবার সিনিয়র জুনিয়র ভাতৃত্বের অনন্য উদাহরণ। বাসের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন এ বছর র্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছেন তেমনই দুর্জয় বাসে কোনো ধরনের র্যাগিং বা এইরকম কিছু নজরে পড়লে তার বিরুদ্ধে রখে দাড়াবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক চিন্ময় নন্দী অন্তু বলেন, আমাদের দুজনকে দুর্জয় বাসের শৃঙ্খলা কমিটির দায়িত্ব দেয়ায় উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দিব।