Home বিশ্ব ঢাকায় এসে ফুটপাতের সিঙাড়া-সমুচা খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
সেপ্টেম্বর ১১, ২০২৩

ঢাকায় এসে ফুটপাতের সিঙাড়া-সমুচা খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

দুই দিনের সফরে এসে সোমবার সকালে রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় রাস্তার পাশের এক বিক্রেতা ম্যাক্রোঁকে সিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। পরে বৃষ্টির মধ্যেই আমিন বাজার এলাকায় তুরাগ নদ ঘুরে ঘুরে দেখেন এবং নৌকা বাইচও উপভোগ করেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেন এএফপির সাংবাদিক লুডোভিক মেরিন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ম্যাক্রোঁ। এ সময় বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়।

সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এ সময় পরিদর্শন বইতে স্বাক্ষরও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *