Home বিশ্ব ইউক্রেনের দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য দাবি জেলেনস্কির
সেপ্টেম্বর ১১, ২০২৩

ইউক্রেনের দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে তাঁর বাহিনী উল্লেখজনক কিছু সাফল্য পেয়েছে। তাঁর আশা, দেশের দক্ষিণ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার ক্ষেত্রে তাঁর বাহিনী ভবিষ্যতে আরও সাফল্য পাবে। গতকাল রোববার এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন।

রাশিয়ার কাছ থেকে নিজেদের এলাকাগুলো দখলমুক্ত করতে প্রায় তিন মাস ধরে ইউক্রেন পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু উল্লেখযোগ্য সাফল্যের অভাবে দেশে-বিদেশে সমালোচনা বাড়ছে। বিচ্ছিন্ন কিছু অঞ্চলে সাফল্য পেলেও দেশের দক্ষিণ ও পূর্ব অংশ থেকে রুশ বাহিনীকে হটাতে পারেনি কিয়েভ। ইউক্রেন সরকার ও সেনাবাহিনী বারবার বলছে, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেতে আরও সময়ের প্রয়োজন।

এর মধ্যেই গতকাল রোববার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, তাঁর বাহিনী গত এক সপ্তাহে দক্ষিণে তাভ্রিয়া সেক্টরে বেশ কিছু এলাকার ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তাঁর মতে, বাখমুত সেক্টরেও কিছু সাফল্য পাওয়া গেছে। তা ছাড়া পূর্বাঞ্চলে জমি পুনর্দখল করতে না পারলেও রাশিয়ার সেনাবাহিনীকে আর অগ্রসর হতে দিচ্ছেন না ইউক্রেনীয় সেনারা।

দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সেনাবাহিনীর মনোবলের জন্য একটানা সাফল্য অত্যন্ত জরুরি। বর্তমানে সামরিক অভিযানে যথেষ্ট গতি এসেছে বলে তিনি দাবি করেন। তাঁর বিশ্বাস, অদূর ভবিষ্যতেও উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে। বিশেষ করে দেশের দক্ষিণ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন জেলেনস্কি।

ইউক্রেনে অধিকৃত এলাকার ওপর নিজস্ব নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এসব এলাকায় রাশিয়া এক সপ্তাহ ধরে আঞ্চলিক ও পৌর নির্বাচনের আয়োজন করেছে।

কাউন্সিল অব ইউরোপ বলছে, ইউক্রেনের স্বীকৃত ভূখণ্ডে রাশিয়ার এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *