রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা
দলের মধ্যে কোন্দল সৃষ্টি, বহিরাগতদের এনে নেতা-কর্মীদের হেনস্তা, মারধরের হুমকিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুদ্দিন চৌধুরী ওরফে সানিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে খোদ ছাত্রদলেরই একাংশ এ ঘোষণা দেয়। তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন শামসুদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে কয়েকজন বহিরাগত হুমকি দেন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, হুমকিদাতা নগরের মতিহার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা। তিনি শামসুদ্দিন চৌধুরীর পক্ষের। গত বছরের ১৩ আগস্ট শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য শামসুদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে দলের ১৭ নেতা। কিন্তু কেন্দ্র থেকে বলা হয়েছিল, এখন যেহেতু আন্দোলন চলছে, সেহেতু বিষয়টি স্থগিত থাক। পরবর্তী সময়ে যদি এমন কিছু করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পরও যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তাঁরা গণপদত্যাগ করবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘তাঁকে (মাহমুদুল) যে হুমকি দিয়েছে, এটার প্রমাণ কী? আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা–বানোয়াট।’
সংবাদ সম্মেলনের বিষয়ে সংগঠনের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সমর্থন আছে কি না, জানতে চাইলে মাহমুদুল বলেন, তিনি এ বিষয়ে অবগত আছেন। তবে সুলতান আহমেদ রাহী বলেন, ‘সংবাদ সম্মেলনে আমার কোনো সমর্থন নেই। এই সংবাদ সম্মেলন দলের শৃঙ্খলা পরিপন্থী।’