গত আগস্ট মাসে খাগড়াছড়ির রামগড়ের সীমান্ত এলাকাসহ অন্য স্থানে মাসব্যাপী অভিযান চালিয়ে মাদক, চিনি ও চোরাচালান পণ্যসহ দু’জনকে আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।
যার আনুমানিক মূল্য প্রায় ৪৯ লাখ টাকা। এ সময় ২৯টি মামলা হয়েছে রামগড় জোনের আওতাধীন বিভিন্ন থানায়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এ তথ্য নিশ্চিত করেন।
রামগড় ৪৩ বিজিবি সূত্র জানায়, জব্দ করা মাদক ও নেশা জাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৩৫২ বোতল ভারতীয় মদ, ১৬ কেজি গাজা, ১৩টি গরু, ১০ হাজার ৪৩৩ পিস ওষুধ, ২০৫ কেজি চিনি, চার প্যাকেট ভারতীয় চা পাতা, ১৭০ পিস গাগার্মেন্টস আইটেম কাপড়, ২২৮ পিস থ্রি পিস, ২৭ পিস লেহেঙ্গা, দুই পিস শেরওয়ানি, ১৭০ পিস পন্ডস পাউডার ও ৩৫৯ দশমিক ৭৮ ঘনফুট কাঠ। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ ৬০ হাজার ১২২ টাকা।
৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে চোরাচালান ও মাদকসহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড রোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে যা আগামীতে আরো বাড়ানো হবে। তাছাড়া গত জুলাইয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রামগড় ৪৩ বিজিবি প্রায় এক কোটি টাকার ৩২০ পিস বিদেশী মোবাইল সেটসহ প্রায় দুই কোটি টাকার চোরাচালান জব্দ করে।