Home নির্বাচন লক্ষীছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা দুর্গম লক্ষীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু
সেপ্টেম্বর ৬, ২০২৩

লক্ষীছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা দুর্গম লক্ষীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বাবু  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  বলেছেন,
এক সময় খাগড়াছড়ি জেলার মধ্যে লক্ষীছড়ি উপজেলা ছিলো সবচেয়ে পিছিয়ে পড়া উপজেলা। সরকারি কর্মকর্তা অফিস করার মতো পরিবেশ ছিলো না। সন্ধ্যার পরে ভুতুড়ে আঁধার নেমে আসতো। যোগাযোগ- বিদ্যুৎ এবং শিক্ষার দিক থেকে প্রত্যাশিত উন্নয়ন সাধিত হয়েছে। সরকারি কলেজ, হাসপাতাল কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। দুর্গম জনপদে ২৬টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন  গিয়েছে।
তিনি বলেন, আঁধারের লক্ষীছড়ি এখন উন্নয়নের আলোতে এগোচ্ছে। তাই শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করলে- নৌকায় ভোট দিলে উন্নয়ন সুনিশ্চিত হবে।
তিনি বুধবার বিকেলে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা সদরে জাতীয় শোক দিবসের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
লক্ষীছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ  সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ’র সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মংক্যাচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ জাব্বার,  জেলা আওয়ামীলীগ”র সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিরোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ,  জেলা মহিলা আওয়ামীলীগ’র সা. সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীগ’র সভাপতি হুমাযুন মোরশেদ খান, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক মো. মাইনউদ্দিন, জেলা আওয়ামীলীগ’র মহিলা বিষয়ক শতরুপা চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক বিল্লাল হোসেন বেপারি’র স্বাগত বক্তব্য দিয়ে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *