Home সারাদেশ মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ডেঙ্গু পরীক্ষার কিটসহ আটক ৬
সেপ্টেম্বর ৬, ২০২৩

মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ডেঙ্গু পরীক্ষার কিটসহ আটক ৬

 তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
ছবি- দৈনিক খাগড়াছড়ি।পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় চট্টগ্রামগামী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিট আটক করেছে পুলিশ। এসময় মাইক্রোবাসের চালকসহ ছয়জনকে আটক করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের সওদাগর পাড়ার মো. আনোয়ার হোসেন (২৮), ডাকবাংলা মুসলিম পাড়ার মো. জাকির হোসেন (৩০), চেয়ারম্যান পাড়ার মো. মুহিম উদ্দিন (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার মো. জাহাঙ্গীর আলম (২৮), একই এলাকার মাইন উদ্দিন (২৮) ও মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রি পাড়ার মো. রবিউল ইসলাম।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, মাটিরাঙ্গার বড়নাল থেকে মাইক্রোবাসে ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিট চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি তল্লাশি করা হয়। এসময় তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় ৩ হাজার ৯০০ পিস ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিট, ২ হাজার ৭০০টি প্লাস্টিকের বড় ড্রপার, ৯৮ পিস অ্যাম্পুল, ১ হাজার ৩০০টি প্লাস্টিকের ছোট ড্রপার জব্দ করা হয়। জব্দ ডেঙ্গু পরীক্ষার কিটসহ অন্য মালামালের আনুমানিক বাজার মূল্য সাড়ে ১০ লাখ টাকা।

তিনি বলেন, সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের ভয়াবহতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র অধিক লাভের আশায় সরকারের অনুমোদন ছাড়াই চোরাই পথে ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিট নিয়ে আসছে। চোরাই পথে নিয়ে আসা এসব ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কিটের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। জব্দ কিটগুলো আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাব টেস্টের পরই জানা যাবে এসব কিট আসল নাকি নকল।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, আটকদের রিমান্ডে নিয়ে এ ঘটনার সঙ্গে আরও কারও সংশ্লিষ্টতা আছে কি না খতিয়ে দেখা হবে।

মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *