Home তথ্য প্রযুক্তি ফোনে এই দুই অ্যাপ থাকলেই বিপদ
সেপ্টেম্বর ৬, ২০২৩

ফোনে এই দুই অ্যাপ থাকলেই বিপদ

এন্ড-টু-এন্ড এনক্রিপটেড প্রযুক্তিতে বার্তা আদান-প্রদানের সুযোগ থাকায় নিরাপদ মেসেজিং অ্যাপের তালিকায় শীর্ষে রয়েছে সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপ। তাই অনলাইনে যোগাযোগের জন্য অনেকেই মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করেন। কিন্তু নিরাপদ এই অ্যাপের আদলে তৈরি দুটি ভুয়া অ্যাপ গোপনে ব্যবহারকারীদের ফোন থেকে তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দিচ্ছে। ম্যালওয়্যারযুক্ত ক্ষতিকর এ অ্যাপগুলোর সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট।

ভুয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

ক্ষতিকর ম্যালওয়্যার যুক্ত অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

ছবি ও ভিডিও সম্পাদনার ১১ অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ফ্লেকপে ম্যালওয়্যার

ম্যালওয়্যার প্রবেশ করাতে সক্ষম অ্যাপ দ্রুত মুছে ফেলতে হবে

নিরাপত্তা–গবেষকদের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তাবিশেষজ্ঞরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *