দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১২ শিশু উদ্ধার ট্যুরিস্ট পুলিশের
আজ বুধবার ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পর্যটন এলাকায় দেশি-বিদেশিদের নিরাপত্তা ও সেবা দেওয়ার পাশাপাশি মানবিক কোনো বিষয়েও ট্যুরিস্ট পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করে। তারা অপরাধী চক্রের কবল থেকে মানুষ ও লুট হওয়া মালামালও উদ্ধার করছে। গত আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এরা স্বজনদের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল।