Home অপরাধ পুলিশের অভিযানে স্বর্ণ ও কাসার থালাসহ  মামলার আসামি গ্রেফতার
সেপ্টেম্বর ৫, ২০২৩

পুলিশের অভিযানে স্বর্ণ ও কাসার থালাসহ  মামলার আসামি গ্রেফতার

মোঃ মনোয়ার হোসেন রাজশাহী প্রতিনিধি ঃ
রাজশাহী তানোর উপজেলার মোহনপুর চাঁপাইনবাবগঞ্জ,তানোরসহ বিভিন্ন জায়গা থেকে পৌরসভার  ঠাকুর পুকুর  শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোর সিন্ডিকেটের গডফাদার  পীর সাহেব(৫৫),নাজমুল (২৭),আজাহার(৪০) তাদেরকে ৬ভরি স্বর্ণ ও ৬ কেজি কাসার থালাসহ বিভিন্ন চুরির সরঞ্জাম  নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে। জানা গেছে, গতকাল ৩ সেপ্টেম্বর সন্ধ্যায়  গোপণ সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম ও পুলিশ সুপার রাজশাহী ও সিনিয়র পুলিশ সুপার  গোদাগাড়ী সার্কেল সোহেল রানার তত্ত্বাবধানে  তানোর থানার সুযোগ্য (ওসি) আব্দুর রহিমের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে ৬ ভরি স্বর্ণ অলংকার ৬ কেজি কাসার থালাসহ চুরির বিভিন্ন সরঞ্জামসহ তাদেরকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
এ বিষয়ে  তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত পীর সাহেব তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তারপরও সে গোপনে এলাকায় ভাংড়ির ব্যবসার নামে স্বর্ণ ও কাসারথালা চুরি করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো।  গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তানোর থানায় চুরির  মামলা হয়েছে। তিনি আরো বলেন চোর সিন্ডিকেট সহ মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তানোর মাদকমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *