Home সারাদেশ প্রবীণ সাংবাদিক এম এ কাশেম সরকার আর নেই
সেপ্টেম্বর ৪, ২০২৩

প্রবীণ সাংবাদিক এম এ কাশেম সরকার আর নেই

হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার (৭২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)
এমএ কাশেম সরকার ফুলপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক সংবাদ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিলেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে তিনি মারা যান। মরহুম এম এ কাশেম সরকারের নামাজে জানাযা আজ সোমবার সন্ধ্যা ৭.৩০ টায় তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। ঘটনার দিন সকালে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন, ফুলপুর ও তারাকান্দা প্রেসক্লাব সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *