পাকিস্তানের উত্তর আফগানিস্তান সীমান্তের ওয়াজিরিস্তানে একজন মেজরসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) দেশটির নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন ২৯ বছর বয়সি মেজর আমির আজিজ। অভিযান শুরু হলে সন্ত্রাসীদের একটি দলকে মেজর আমির দেখতে পেলে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন।
এ সময় মেজর আমির এবং ২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ আরিফ তুমুল গোলাগুলিতে নিহত হন। এছাড়া একজন সন্ত্রাসী নিহত হয়েছেন।আইএসপিআর বিবৃতিতে আরো জানায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সেনাবাহিনীর আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।
গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার জানি খেল জেনারেল এলাকায় দেশটির সামরিক বহরে আত্মঘাতী হামলায় নয়জন সেনা নিহত হয়েছেন।সূত্র : ভয়েস অব আমেরিকা