Home সারাদেশ সীমান্তে মাদকসহ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
সেপ্টেম্বর ২, ২০২৩

সীমান্তে মাদকসহ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

দিনাজপুর প্রতিনিধি

মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সুমিত বর্মণ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। তাকে আটকের পর শুক্রবার দিবাগত রাতেই বিরামপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

আটক সুমিত বর্মণ (২৭) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার আগ্রা ফতেপুর এলাকার নেপাল বর্মণের ছেলে। 

এ ব্যাপারে বিরামপুরের ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে দুই বোতল ভারতীয় মদ নিয়ে দামোদরপুর সীমান্তের মেইন পিলার ২৮৮/৫০ এস পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ভারতীয় নাগরিক সুমিত বর্মণ। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে রাতেই বিরামপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে নিয়মিত মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *