রাজবাড়ীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২০
শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার সামনের এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ১৫ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, বিএনপি কর্মীরা প্রধান সড়কের ফোরলেন সড়কের মাঝে থাকা আওয়ামী লীগের ব্যানার ও প্লাকার্ড ভাঙচুর করে। এতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিএনপির কর্মীরা বিনা উসকানিতে মিছিলের পেছন থেকে পুলিশ ওপর হামলা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।