Home সারাদেশ ময়মনসিংহে চলাচলের বন্ধ রাস্তা খুলে দিলেন কোতোয়ালী মডেল থানা পুলিশ 
Ogos ৩১, ২০২৩

ময়মনসিংহে চলাচলের বন্ধ রাস্তা খুলে দিলেন কোতোয়ালী মডেল থানা পুলিশ 

হুমায়ুন কবির,ময়মনসিংহঃ
রাস্তা ঘাট মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া ও রাস্তা করে দাওয়া সওয়াব। রাস্তা ঘাট সহ জনগণের কল্যাণে কাজ করাই হলো সদকায়ে যারিয়ার সওয়াব। আর বর্তমান কিছু মানুষজন সার্থ, লোভ ও প্রতিহিংসায় করছে জোরপূর্বক উচ্ছেদ, আত্মসাৎ সহ বিভিন্ন ধরনের অপকর্ম।
এরই মাঝে ময়মনসিংহের চরাঞ্চলের চর গোবিন্দ পুর পাটনি পাড়ায় তিনটি পরিবারের দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এক প্রকার স্বার্থলোভী মানুষজন। একজন ভুক্তভোগী মহিলা কোতোয়ালী মডেল থানায় উক্ত বিষয় নিয়ে অভিযোগ করিলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এএসআই শামিমুলকে গঠনাস্থলে পাঠেলে উক্ত গঠনার সত্যতা মিলে। পরে ওসি শাহ কামাল আকন্দ এর নির্দেশে এএসআই শামিমুল বন্ধ রাস্তা খুলে দিয়ে তিনটি পরিবারের মুখে হাসি ফুটান। উক্ত বন্ধ রাস্তা খুলে দিলে এলাকায় স্বস্তি ফিরে আসে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *