আজ ৩১শে আগস্ট রোজ বৃহস্পতিবার সময় সকাল ১০ঃ০০ ঘটিকার সময় কয়রা আইনজীবী ইউনিটবার হলরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলখানি ও দোয়া অনুষ্ঠানে এ্যাডঃ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে কয়রা ইউনিটবারের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুর রাজ্জাক সাহেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কয়রা সিনিয়র সহকারী জজ মোঃ রফিকুল ইসলাম তিনি তার মায়ের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। কুলখানি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কয়রা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম। কুলখানি অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ কেয়ামত আলী, এ্যাডঃ আঃ রশিদ মালি, এ্যাডঃ শেখ আঃ রশিদ, এ্যাডঃ আঃ মজিদ সানা, এ্যাডঃ গোলাম মোস্তফা, এ্যাডঃ আবু বাককার সিদ্দিক সহ কয়রা ইউনিট বার আইনজীবী সহকারী সমিতির সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আইয়ুব আলী।
উল্লেখ্য গত ২৭/৮/২৩ তারিখ রোজ রবিবার রাত্র ১২,৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেলে মৃত্যুবরণ করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। পারিবারিক কবরস্থানে জানাজার শেষে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি দুই পুত্র এক কন্যা ও নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে চলে গেছেন তিনি।