Home নির্বাচন সিইসির সঙ্গে বৈঠক শেষে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার
Ogos ২৮, ২০২৩

সিইসির সঙ্গে বৈঠক শেষে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।’

আজ রবিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সারাহ কুক বলেন, ‘আমরা স্বাধীন, শক্তিশালী প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। প্রধান নির্বাচন কমিশনার এবং তার টিমের সঙ্গে আমার এটি প্রথম সৌজন্য সাক্ষাৎ। আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে।’

 

তবে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *