Home অপরাধ খাগড়াছড়িতে হুজুরের নির্যাতনে হেফজ খানার ছাত্রের মৃত্যু !
Ogos ২৮, ২০২৩

খাগড়াছড়িতে হুজুরের নির্যাতনে হেফজ খানার ছাত্রের মৃত্যু !

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি বাইতুল আমান ইসলামী দাখিল মাদ্রাসা ও এতিম খানায় ৮ বছরে ছাত্র শিক্ষকের নির্যাতনে মৃত্যু।
শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের শাসন করতে হবে এটা ঠিক কিন্তু শিক্ষক নামধারী কিছু অমানুষ আছে শিক্ষার্থীদের শাসনের নামে শারিরীক নির্যাতন করে। ফলে মাঝে মধ্যে ই এই ধরনের নিউজ আমাদের কানে আসে।
খুঁনি হাফেজ আমিনের সর্বোচ্চ শাস্তি হোক,যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা দ্বিতীয় টা না ঘটে।
ঘাতক শিক্ষক খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার হাফেজ মোঃ আমিন।
হেফজ বিভাগের ছাত্র মোঃ আবির হোসেন(৮) পানছড়ি উপজেরার সরোয়ার হোসেন ও আমেনা বেগম দম্পতীর সন্তান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *