Home সারাদেশ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
Ogos ২৮, ২০২৩

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সালমান হুসাইন,  ভালুকা  প্রতিনিধি- ময়মনসিংহ।
গত শনিবারে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেহরাবাড়ী তালতলা এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় এক অটোরিকশা চালক মোঃ হেলাল উদ্দিন (২৭) এর মৃত্যু হয়েছে। নিহত হেলাল উদ্দিন শেরপুর শ্রীবর্দী উপজেলার চর হাবর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ময়মনসিংহ থেকে ঢাকা গামী একটি অজ্ঞাত হাইচ্ অটোরিকশাকে পিছনে ধাক্কা দিলে অটোরিকশা মহাসড়ক থেকে ছিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক হেলাল উদ্দিন গুরুত্বর আহত হয়, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *