Home বিনোদন ‘কাজরা’ গানে ‘বউমা’ ঐশ্বরিয়ার সঙ্গে নাচ, মুখ খুললেন অমিতাভ
Ogos ২৮, ২০২৩

‘কাজরা’ গানে ‘বউমা’ ঐশ্বরিয়ার সঙ্গে নাচ, মুখ খুললেন অমিতাভ

২০০৫ সালে শাদ আলী নির্মিত বলিউড সিনেমা ‘বান্টি আউর বাবলি’ মুক্তি পায়। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন রানী মুখার্জি ও অভিষেক বচ্চন। সিনেমাটিতে ‘কাজরা রে’ শিরোনামে একটি আইটেম গান ছিল। এ গানে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে নাচতে দেখা যায় বাবা-ছেলে। অর্থাৎ অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন।

এ গানের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল ‘শ্বশুর’ অমিতাভ বচ্চনের? বহু বছর পর এ নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। এ অভিনেতা বলেন, গানটিতে আমরা তিনজন ছিলাম। তখন ঐশ্বরিয়া আমার বউমা ছিল না, এখন হয়ে গিয়েছে। পেশাদার অভিনেতা হিসেবেই নেচেছিলাম।

২০০৫ সালের ২৭ মে মুক্তি পায় ‘বান্টি আউর বাবলি’ সিনেমা। ১৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছিল ৯০ কোটি রুপির বেশি। পরবর্তীতে সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হলেও তা বক্স অফিসে ব্যর্থ হয়।

 

উল্লেখ্য, ২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা। এখন কাজের চেয়ে স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঐশ্বরিয়া। সূত্র : টিভি৯ ও হিন্দুস্তান টাইমস

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *