Home জেলা রাজনীতি ঢাকায় ১ সেপ্টেম্বর ৫ লাখের বেশি শিক্ষার্থী নিয়ে সমাবেশের ঘোষণা দিল ছাত্রলীগ
Ogos ২৬, ২০২৩

ঢাকায় ১ সেপ্টেম্বর ৫ লাখের বেশি শিক্ষার্থী নিয়ে সমাবেশের ঘোষণা দিল ছাত্রলীগ

আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম ছাত্রসমাবেশে সভাপতিত্ব করবেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘আগেও এ দেশে বহু সভা-সমাবেশ, জমায়েত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। এ কারণে আমরা বলছি, আগামী পয়লা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন।’

১ সেপ্টেম্বর বেলা ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্র সমাবেশ হবে বলে জানান ছাত্রলীগ সভাপতি। প্রথমে ৩১ আগস্ট এই সমাবেশের ঘোষণা দেওয়া হলেও কর্মদিবস এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে তা এক দিন পিছিয়ে ১ সেপ্টেম্বর করেছে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *