Home বিশ্ব ট্রাম্পকে সুদর্শন ও চমৎকার বললেন বাইডেন
Ogos ২৬, ২০২৩

ট্রাম্পকে সুদর্শন ও চমৎকার বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রেপ্তারের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি (মাগশট) দেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি  ব্যঙ্গ করে বলেছেন, ‘তিনি সুদর্শন ও চমৎকার মানুষ।’

নেভাদা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক তাহোতে অনুশীলনের ক্লাস থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের কাছে ট্রাম্প সম্পর্কে ব্যঙ্গ করে বাইডেন এই কথা বলেছেন।

ভ্রু কুঁচকে রাগ ও ক্ষোভ নিয়ে তাকিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তারের পর তোলা তাঁর এমন একটি মুখচ্ছবি (মাগশট) প্রকাশ করেছে ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয়। আসামি হিসেবে নথিভুক্ত করার জন্যই ট্রাম্পের ওই ছবি তোলা হয়। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাঁকে, গ্রেপ্তারের পর মুখচ্ছবি নেওয়া হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন মূলত ট্রাম্পের আইনি ঝামেলার বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, তাঁরা বিচার বিভাগীয় ও প্রসিকিউটরিয়াল স্বাধীনতা রক্ষা করতে চান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *