Home অপরাধ মানিকছড়িতে অভিযানে ১০.৫লিটার চোলাইমদসহ ১জন গ্রেফতার।
Ogos ২৫, ২০২৩

মানিকছড়িতে অভিযানে ১০.৫লিটার চোলাইমদসহ ১জন গ্রেফতার।

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর (পিপিএম বার)মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি  ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ মহামুনি বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির দক্ষিণ পাশে নুসরায় মোটর পার্টসের সামনে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পাঁকা রাস্তার উপর রাত্রীকালীন মোবাইল-৭ ডিউটি করাকালীন সময় অভিযান পরিচালনা করিয়া ১০.৫লিটার  অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদসহ আসামী মোঃ মোতালেব (৫৫)কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক যথাসময়ে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *