ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার -০২
হুমায়ুন কবির, ময়মনসিংহঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মুল্য প্রায় লক্ষ টাকার বেশি। গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ মো:মোজাম্মেল (২৩), রুবেল (৩৫)।
গতকাল মঙ্গলবার রাতে নগরীর চরকালীবাড়ি টোলপ্লাজা সামনে থেকে ৩৫ বোতল অবৈধ মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নির্দেশনা ও তত্ত্বাবধানে প্রতিদিন নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম নাগ, এসআই সুজন সাহা, কনস্টেবল জোবায়ের হোসেন ও মিজানুর রহমান বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পায় আন্তঃজেলা ভারতীয় মদের ব্যবসায়ীচক্রের সদস্যরা নগরীর কালীবাড়ি এলাকায় নিশিদ্ধ মদ কেনাবেচা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জন ব্যাবসায়ীকে আটক করে ও ৩৫ বোতল মদ উদ্ধার করে।
কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ এ সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীরা বেশ কিছুদিন ধরে দুর্গাপুর থেকে ভারতীয় মদের মোটা চালান বহন করে এনে ময়মনসিংহ নগরীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করছে। এ ধরনের তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার সহযোগি ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।