রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়রকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ, সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ আগস্ট দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের আয়োজনে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাকে পুজি করে একটি পক্ষের স্বার্থ বাস্তবায়ন করতে ক্ষমতার অপব্যবহার করছে। আমার ক্ষেত্রেও এর ব্যাত্যয় ঘটেনি। সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন ওরফে আজু শিকদার, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কুদ্দুস-উল আলম ও ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা বিএনপি নেতা আক্তারুজ্জামান মৃধা পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম এর খামারের বেতনভুক্ত চাকুরি করেন। পৌরসভা নির্বাচনের পর থেকে উদ্দেশ্যেমূলকভাবে তারা যেনতেন বিষয়টি আমাকে হেয় করতে মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। তাদের অনুগতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং পরিবারকে হেয়প্রতিপন্ন করে ষ্ট্যাটাস দিচ্ছেন।
চার পৃষ্ঠার লিখিত বক্তব্যে মেয়র বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দেওয়ালে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালের সামনে এসএস পাইপ দ্বারা বেষ্টিত। তার বাইরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস পালিত হয়। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনকালে আমি, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ জুতা পায়ে দিয়ে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন করি। অথচ শুধুমাত্র ব্যক্তিগতভাবে হেয় করতে আমার বিরুদ্ধে জুতা পায়ে দেওয়ার ছবি দিয়ে সমকাল পত্রিকাল অনলাইনে সহ কয়েকটি গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে।
এ বিষয়ে সমকাল প্রতিনিধির কাছে মুঠোফোনে জানতে চাইলে কথা বলার এক পর্যায়ে এক-দুটি খারাপ শব্দ বের হয়ে যায়। এজন্য আমি সাংবাদিক বন্ধুদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি। একই সাথে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকতার মতো মহান পেশাকে কুলষিত না করে দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়।