Home জেলা রাজনীতি বিএনপি’র রাজবন্দিদের মুক্তি দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা 
Ogos ২৩, ২০২৩

বিএনপি’র রাজবন্দিদের মুক্তি দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি:  রাজশাহী মহানগর বিএনপির উদ্দ্যোগে দেশমাতা বেগম জিয়া ও এ‍্যাড : শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট (বুধবার) বিকাল ৫টায় নগরীর সরকারি মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়।
প্রতিবাদ মিছিলটি রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে অন্যান্যদের মধ্যে  অংশগ্রহণ করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক এবং মহানগর যুবদলের সদস্য মো: আরিফুজ্জামান সোহেল।
এছাড়াও যুবদলের যুগ্ম আহবায়ক মিন্টু , যুবদলের সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম , নগর যুবদলের সদস্য শ‍্যামল শেখ, উৎসব, মানিক, মজিবুল হক মিলন, শিশির, রাজিব, রবিনসহ প্রায় সাড়ে সাত শত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় ও মিছিলে যুবদল নেতারা বলেন, রাজশাহী বিএনপি নেতা এড. শফিকুল হক মিলনসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে, অন্যথায় তাঁরা কঠোর কর্মসূচি দিবেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *