Home অপরাধ পুলিশি অভিযানে খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ২
Ogos ২৩, ২০২৩

পুলিশি অভিযানে খাগড়াছড়িতে ইয়াবাসহ আটক ২

তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: 

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছড়িতে ৪৬৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

মঙ্গলবার(২২ আগস্ট) সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে সদর থানা পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা খাগড়াছড়ি সদরের ৩ নং পৌর ওয়ার্ড শান্তি নগর এলাকার বাসিন্দা আহম্মদ হোসেন এর ছেলে আলমগীর হোসেন ও একই এলাকার বাসিন্দা মৃত সাবের আহম্মেদ’র ছেলে মো. নজরুল ইসলাম।

গত সোমবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় আটককৃত নজরুল এর শান্তিনগর ভাড়া বাসা থেকে ইয়াবা বিক্রিকালে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

মামলারবাদী ও তদন্ত কর্মকর্তা এসআই সুজন চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এদের সঙ্গে যারা জড়িত তাদেরকেও খোঁজা হচ্ছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *