Home সারাদেশ গোয়ালন্দে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক
Ogos ২৩, ২০২৩

গোয়ালন্দে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

সোহেল রানা চৌধুরী, গোয়ালন্দ থেকে: রাজবাড়ীর গোয়ালন্দে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলো খুলনা জেলার সোনাডাঙ্গা থানা’র  বানরগাতি গ্রামের হজী তমিজ উদ্দিন লিংক সড়কের  মৃত আ. লতিফের ছেলে মনির(৩৫)।
বুধবার ২২ আগষ্ট বিকেলে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,  গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ)/ মোঃ মাছরুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২ আগস্ট বেলা  ১.৩৫ মিনিটের সময় গোয়ালন্দঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারী নামক মুরগীর ফার্মের সামনে চেকপোষ্ট করে যাত্রীবাহী বাস হতে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী  মনির(৩৫),পিতা-মৃত আঃ লতিফ,গ্রাম- হাজী তমিজ উদ্দিন লিংক সড়ক বানরগাতি,থানা- সোনাডাঙ্গা, জেলা -খুলনাকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল ও দুটি মোবাইলসহ গ্রেফতার করেন।
গোয়ালন্দ ঘাট থানা’র অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, আকটকৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছl

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *