Home স্বাস্থ্য সংবাদ ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া অন্যান্য রোগ রোধ কল্পে সরঞ্জাম ও দিক নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ সুপার
Ogos ২২, ২০২৩

ডেঙ্গু চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া অন্যান্য রোগ রোধ কল্পে সরঞ্জাম ও দিক নির্দেশনা প্রদান করেন মাননীয় পুলিশ সুপার

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

“পরিবেশ রাখি পরিষ্কার ,বন্ধ রাখি মশার বিস্তার; ডেঙ্গু মুক্ত দেশ চাই,পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর উদ্যোগে  মশক নিধন এবং পুলিশ লাইনস  পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিন উপহার এবং উক্ত বিন ব্যাবহারে খাগড়াছড়ি পুলিশ লাইনের সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করা হয়। জেলা পুলিশ খাগড়াছড়ির আয়োজনে সুযোগ্য পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে খাগড়াছড়ি পুলিশ লাইনস, রিজার্ভ অফিস, ব্যারাকে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মাননীয় পুলিশ সুপার খাগড়াছড়ি পুলিশ লাইনস এর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বেগবান করতে  চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু, ম্যালেরিয়া ও  চিকনগুনিয়াসহ নানা প্রকার সংক্রামক রোগ প্রতিরোধের উদ্দেশ্যে মশার প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করাসহ সকলকে সতর্ক থাকার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে নির্দেশ প্রদান করেন এবং খাগড়াছড়ি পুলিশ লাইনস এ সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *