Home সারাদেশ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভার আয়োজন করে রামগড় থানা।
Ogos ২২, ২০২৩

বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভার আয়োজন করে রামগড় থানা।

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: ”পুলিশই জনতা জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য নিয়ে রামগড় থানা কর্তৃক আয়োজিত সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ লক্ষ্যে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য  পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী মহোদয়, রামগড় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার মহোদয়, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন মহোদয়, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল মহোদয়। সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মো: নাজিম উদ্দিন মহোদয়।পরে খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)নবনির্মিত রামগড় ইমিগ্রেশন ভুবন ও মৈত্রী সেতু পরিদর্শন করেন, পরিদর্শনকালে ইমিগ্রেশন পুলিশের জন্য বরাদ্দকৃত কক্ষগুলো ঘুরে দেখান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক এস এম মাসুম বিল্লাহ ও প্রকল্প সুপারভাইজার তাজু কান্তি দে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *