Home সারাদেশ কুড়িগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
Ogos ২২, ২০২৩

কুড়িগ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সোহানা আক্তার (৭) ও রোকসানা আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহানা উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।
উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান,খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর মা আশেপাশে খোঁজাখুঁজি শুর“ করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে শিশু দুটির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার শুর“ করলে স্থানীয়রা এসে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *