Home সারাদেশ কয়রায় হয়রানির আশঙ্কায় সাংবাদিকদের   সাধারণ ডায়েরি
Ogos ২১, ২০২৩

কয়রায় হয়রানির আশঙ্কায় সাংবাদিকদের   সাধারণ ডায়েরি

মোঃ বায়জিদ হোসেন, কয়রা (খুলনা )প্রতিনিধি: হয়রানিমূলক ক্ষতির আশঙ্কায় কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন কয়রা সাংবাদিক ফোরামের  সভাপতি  মোঃতারিক লিটু।
 সোমবার (২১ আগস্ট) দুপুরে কয়রা থানায় উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি কয়রা প্রতিদিন নামক একাউন্টের বিষয়টি জানিয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। কয়রা থানার উপপরিদর্শক (এসআই) মো.সালাহ উদ্দীন সাধারণ ডায়েরীটি তদন্ত করার দায়িত্ব পেয়েছেন।কয়রা থানা সাধারণ ডায়েরী নম্বর ৮৯৫ ।
সাধারণ ডায়েরীতে তারিক লিটু জানান,আমার ব্যক্তিগত ফেসবুক আইডি ও কয়রা সাংবাদিক ফোরামের নামে গ্রুপ ও পেইজ ব্যতিত অন্য কোন ফেসবুক আইডি আমার নেই।গত কিছুদিন যাবৎ কয়রা প্রতিদিন নামক একটি ফেসবুক আইডি আমার ও কয়রা সাংবাদিক ফোরামের আইডি বলে কিছু ব্যক্তি অপপ্রচার করিতেছে।বস্তুত এই ফেসবুক আইডি সম্পর্কে আমাদের কোন ধারণা নেই এবং কে বা কারা চালায় তাহা জানিনা।এই ফেইক ফেসবুক আইডি নিয়ে আমাকে ও আমার সংগঠন কয়রা সাংবাদিক ফোরাম কে হয়রানির আশঙ্কা করিতেছি।কয়রা প্রতিদিন নামক ফেইক আইডি সাথে আমি বা আমার সংগঠনের কেহ জরিত নহে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *