হুমায়ুন কবির,ময়মনসিংহ।।
ময়মনসিংহে তাসলিমা হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। এই অর্থদন্ড অনাদায়ে আসামীদের আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) তারিখ বিকালে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ মো: শাহাদত হোসেন এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- আ: মালেক খান, আ: হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। তারা সবাই সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর আনন্দিপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো: আব্দুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০২ সালের ৮ নভেম্বর পূর্বশত্রুতার জের ধরে আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন নামে এক নারী।
এ ঘটনায় আ: লতিফ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে র্দীঘ ২১ বছর পর আদালত এই রায় ঘোষনা করেন।
এবিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার চেষ্টা করেও আসামী পক্ষের কারো বক্তব্য জানা যায়। তবে বাদি পক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।