Home সারাদেশ কয়রায় আজকালের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 
Ogos ২০, ২০২৩

কয়রায় আজকালের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

মোঃ বায়জিদ হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় দৈনিক আজকালের আলো পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ করায়  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে কয়রা বালিকা বিদ্যালয়ের হলরুমে  দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়। র‌্যালিটি কয়রা বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সুন্দরবন বালিকা বিদ্যালয়ের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আজকালের আলো পত্রিকার সহ সম্পাদক আবির হোসেন এর সঞ্চালনায় ও কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা  মাস্টার খায়রুল আলম,কয়রা পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আবু হানিফ,সাংবাদিক  মো.জিয়াউর রহমান জিল্লু, মিনহাজ দিপু,বায়জিদ হোসেন,আব্দুল্যাহ আল জুবায়ের, ইউনুস আলী বাবু,
সোহরাব হোসেন,মো.রিপন আহমেদ,আঃ আলীম, মো.জাহিদুল ইসলাম,মো. আজিজুর রহমান,মো.আসিফ সিদ্দিকী ও অফিস স্টাফ আবু জাফর মোহাম্মদ ছোটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী বলেন,আগামী প্রজন্মের কাছে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমগুলোতে তুলে ধরবেন। তাহলে মানুষ জানতে পারবে দেশ কতটা এগিয়ে যাচ্ছে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *