Home সারাদেশ মাটিরাঙ্গা থানাধীন  বেলছড়ি  ইউনিয়নে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
Ogos ২০, ২০২৩

মাটিরাঙ্গা থানাধীন  বেলছড়ি  ইউনিয়নে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক,  জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ  মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাটিরাঙ্গা থানার প্রত্যন্ত অঞ্চল ৫ নং বেলছড়ি ইউনিয়নে সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 অদ্য ১৯.০৮.২০২৩ খ্রিঃ মাটিরাঙ্গা থানাধীন ৫ নং বেলছড়ি ইউনিয়ন  পরিষদ প্রাঙ্গণে মাটিরাঙ্গা থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মুক্তা ধর পিপিএম(বার), পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
পুলিশ সুপার তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের এই বিট পুলিশিং সভা আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য প্রদান ও আইনগত সহযোগিতা দ্রুত পাওয়ার জন্য বিট পুলিশিং এর সাহায্য নেয়ার জন্য তিনি আহবান জানান। পুলিশি সেবার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হট লাইন নম্বরে ফোন করার জন্য তিনি পরামর্শ প্রদান করেন।
সর্বনাশা মাদক থেকে দূরে থাকতে তিনি সবাইকে আহবান জানান। মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবে না। একই সাথে  বাল্যবিবাহ, এসিড ও সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন,সম্পর্কে জনগণকে সচেতন করেন।
জনাব মো: জাকারিয়া, অফিসার ইনচার্জ,মাটিরাঙ্গা থানা, খাগড়াছড়ি  এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন জনাব মো: রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ; জনাব ডেজী চক্রবর্তী,  উপজেলা নির্বাহী অফিসার, মাটিরাঙ্গা উপজেলা; জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ্ সহকারী পুলিশ সুপার,মাটিরাঙ্গা সার্কেল, খাগড়াছড়ি ;  জনাব মো: হুমায়ুন মোরশেদ খান, সভাপতি, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, খাগড়াছড়ি; জনাব সভাষ চাকমা, সাধারন সম্পাদক,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, খাগড়াছড়ি;  জনাব মো: রহমত উল্লাহ, চেয়ারম্যান, ৫ নং বেলছড়ি ইউনিয়ন, মাটিরাঙ্গা থানা, খাগড়াছড়ি ।বিট পুলিশং সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ,  জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাধারণ জনগন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার যে সমস্ত সমস্যা দ্রুত সমাধানে আশ্বাস  প্রাদান করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *