ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছেন তারাকান্দা থানা
পুলিশ সদস্যরা। পুলিশ জানায়, অজ্ঞত ব্যক্তিকে তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের ভান্ডারী মোড় সংলগ্ন হাইওয়ে রাস্তার পাশ হইতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। মৃত ব্যক্তিটি পাগল অথবা ভিক্ষুক বলে মনে হচ্ছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের তাকে সনাক্ত করার জন্য তারাকান্দা উপজেলার সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলেন, কেহ তাকে চিনতে পারলে তারাকান্দা থানায় মোবাইল নং, – ০১৩২০১০৩৪৭৭ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। নিহতের পরনে লুঙ্গি, গায়ে খয়রি রঙের গেঞ্জি ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে। পুলিশ বলছে, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।