Home বিনোদন মুখ খুললেন রাজ, যা বললেন পরীমনি ও সন্তান প্রসঙ্গে
Ogos ১৭, ২০২৩

মুখ খুললেন রাজ, যা বললেন পরীমনি ও সন্তান প্রসঙ্গে

১০ আগস্ট শরীফুল রাজ ও পরীমনি দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী পালন হলো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি একাই সামলিয়েছেন রাজ্যের মা পরীমনি। অনুষ্ঠানে দেখা যায়নি বাবা শরীফুল রাজকে।

চিত্রনায়িকা পরীমনির ছেলের জন্মদিন গতকাল বৃহস্পতিবার থেকেই বিনোদন অঙ্গনে আলোচনায় রয়েছে। ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করে করে জাঁকজমকভাবে ছেলের জন্মদিন পালন করলেন এই অভিনেত্রী। প্রথম জন্মবার্ষিকীতে তাই আয়োজনের কোনো কমতি রাখেননি তিনি। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে উদ্‌যাপন দেখুন ছবিতে

জন্মদিনের এই আয়োজনের মধ্যমণি ছিল ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে জড়িয়ে আবেগঘন একটি মুহূর্তে পরীমনি
জন্মদিনের এই আয়োজনের মধ্যমণি ছিল ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে জড়িয়ে আবেগঘন একটি মুহূর্তে পরীমনি

রাত সাড়ে ৯টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন পরীমনি। রাজ্যকে ভালোবাসা জানাতে ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি পরীমনির আত্মীয়স্বজনও হাজির হয়েছেন এই আয়োজনে।

মায়ের কেনা স্যুট, বাবার উপহার দেওয়া জুতা পরেছে রাজ্য। অনুষ্ঠানে এই পোশাকেই ছিল রাজ্য
মায়ের কেনা স্যুট, বাবার উপহার দেওয়া জুতা পরেছে রাজ্য। অনুষ্ঠানে এই পোশাকেই ছিল রাজ্য

পরীমনি জানিয়েছেন, পরিবার ও কিছু কাছের মানুষজন নিয়ে অনুষ্ঠানটি ছোট পরিসরে হয়েছে। তাঁর ভাষায়, ‘রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী, কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব।’

ছেলের জন্মদিন উদ্‌যাপনে কত খরচ করলেন পরীমনি

‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে

‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ গিয়েছিলেন শুভেচ্ছা জানাতে ফেসবুক থেকে

অনুষ্ঠানে অভিনেত্রী ডলি জহুর, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সংগীত শিল্পী আসিফ আকবর, অভিনেতা চঞ্চল চৌধুরী, রাশেদ মামুন অপু, চিত্রনায়িকা নিপুন, অপু বিশ্বাস, তমা মির্জা, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা হিমেল আশরাফ, রায়হান রাফি,অভিনেত্রী দীপা খন্দকার, সুইটি, সংগীত শিল্পী কোনালসহ বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

জন্মদিনের এই আয়োজনে একটু সময়ের জন্য হলেও রাজ্যকে কোলে নেওয়া চাই। তাই একটু একা। এই ফাঁকে ফ্রেমবন্দী হলেন পরীমনি
জন্মদিনের এই আয়োজনে একটু সময়ের জন্য হলেও রাজ্যকে কোলে নেওয়া চাই। তাই একটু একা। এই ফাঁকে ফ্রেমবন্দী হলেন পরীমনি

ছেলের প্রথম জন্মবার্ষিকী ঘিরে ঢাকাই ছবির এই নায়িকার আনন্দ যেন ধরে না। এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে পরীমনি বলেন, ‘জন্মের পরপরই রাজ্যকে আমি কিছুক্ষণ বুকে ধরে রেখেছিলাম। সে সময়ের ছোট্ট একটি ভিডিও রাত ১২টা ১ মিনিটে প্রকাশ করেছি। ভিডিওটি দেখে আমি আনন্দের কান্না কেঁদেছি। সেই ছোট্ট রাজ্যের বয়স এক বছর হয়ে গেল। বড় হয়ে গেল। ভাবি, একদিন আরও বড় হবে আমার বাবাটা। আমি বুড়ো হয়ে যাব, আমাকে এভাবে বুকে ধরে রাখবে, কোলে তুলে রাখবে বাবাটা।’

এই আয়োজনে হাজির হয়েছিলেন বড় পর্দা, ছোট পর্দা ও সংগীত অঙ্গনের তারকারা।  সংগীতশিল্পী আসিফ আকবর দাঁড়িয়ে গেলেন রাজ্যর পাশে। হাতে করতালি দিয়ে রাজ্যের মনোযোগ কেড়ে নিলেন
এই আয়োজনে হাজির হয়েছিলেন বড় পর্দা, ছোট পর্দা ও সংগীত অঙ্গনের তারকারা। সংগীতশিল্পী আসিফ আকবর দাঁড়িয়ে গেলেন রাজ্যর পাশে। হাতে করতালি দিয়ে রাজ্যের মনোযোগ কেড়ে নিলেনছবি: ফেসবুক

মায়ের কেনা স্যুট, বাবার উপহার দেওয়া জুতা পরেছে রাজ্য

মায়ের কেনা স্যুট, বাবার উপহার দেওয়া জুতা পরেছে রাজ্য

ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন পরীমনি, ‘এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি।’

রাজ্যের জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন চঞ্চলেরা। ছবি: ফেসবুক
রাজ্যের জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলেন চঞ্চলেরা।

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তাঁর কোলজুড়ে আসে সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

আরও পড়ুন

রাতে পরীমনির বাসায় রাজ, আজ কি ছেলের জন্মদিনে যাচ্ছেন তিনি?

সম্প্রতি ছেলের নতুন নামকরণ করেছেন পরীমনি। নাম রেখেছেন পদ্ম। সেই পদ্ম–সংবলিত পোশাকে অভিনেত্রী। অনুষ্ঠানে নানা সাজের উপকরণ ছিল পদ্ম।
সম্প্রতি ছেলের নতুন নামকরণ করেছেন পরীমনি। নাম রেখেছেন পদ্ম। সেই পদ্ম–সংবলিত পোশাকে অভিনেত্রী। অনুষ্ঠানে নানা সাজের উপকরণ ছিল পদ্ম।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *