জানা গেছে, সান সাইন কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার সকালে পরিচালক কামরুজ্জামান দুলালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম ও সঞ্চয় কুমার বণিক।
এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সাইদুল হক, সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন কাঞ্চন ও শহিদুল হক,সান সাইন কিন্ডারগার্টেনের সভাপতি সাইফুল আলম,খালসাইদকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল শাহিন,অবিভাবকদের মধ্যে আলহাজ্ব ইব্রাহিম সরকার,এমদাদুল হক,এনামুল হক বাবুল,মাওলানা সারোয়ার ও শফিকুল ইসলাম সোহাগ,মোহাম্মদ রুকন,শেমল পাল,স্কুলের শিক্ষক ইয়াসমিন আক্তার,দিপালী রনী,আশরাফুন্নাহার রত্না,খাইরুন্নাাহার,অঞ্জনা আক্তার,তানিয়া চকদার,ফাউজিয়া আক্তার,আফসানা আক্তার মুক্তা,হাফেজ আবদুল্লাহ প্রমূখ।