সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকিদাতা তাফসিরুল ছাত্রশিবিরের সদস্য: র্যাব
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তাফসিরুল ইসলাম (২৩) ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
বাহিনীটি বলছে, তাফসিরুল দলীয় ও রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ক্ষোভ থেকে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক অধ্যাপক এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকি দেন।
সাঈদীকে চিকিৎসা দেওয়া চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তাঁকে চিকিৎসাসেবা দেওয়া বিএসএমএমইউয়ের অধ্যাপক মোস্তফা জামান প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে পরদিন মঙ্গলবার রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকি, আটক ২
র্যাব পরিচালক খন্দকার আল মঈন বলেন, তাফসিরুল স্কুলজীবন থেকেই ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। তিনি অনলাইনে ই–মার্কেটিংয়ের কাজ করেন। তাফসিরুলের বাবা রফিকুল ইসলাম এলাকায় জামায়াতের একজন সক্রিয় কর্মী। ২০১৩ ও ২০১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অপরাধে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা হয় এবং সেসব মামলায় তিনি কারাভোগ করেন।