রাজবাড়িতে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা
সোহেল রানা চৌধুরী , রাজবাড়ি প্রতিনিধি।।
সারা দেশের মতো রাজবাড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হুহু করে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২৮ জন, এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮১ জন। এর মধ্যে,গোয়ালন্দে ৫,কালুখালিতে ১০, পাংশাতে ২৭,বালিয়াকান্দিতে ১০,রাজবাড়ি সদরে ২৭ সহ মোট ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে ৫টি উপজেলার হাসপাতাল গুলোতে।
তবে ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে সাধারণ রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য নেই কোনো আলাদা ওয়ার্ড।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিয়ে অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান বলেন, আমাদের জায়গা সংকটের কারণে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই। তাই বাধ্য হয়ে অনান্য রোগীদের সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রাখতে হচ্ছে। এছাড়া হাসপাতালে ডেঙ্গুর জন্য সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে চলতি মাসের ১৭ই আগষ্ট পর্যন্ত মোট ১১০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১৯ জন। এখনও মৃত্যু হয়নি কারোই।