ট্রাক ও অটো সংঘর্ষে নিহত ১
আলিফ হোসেন ছিয়াম, ইসলামপুর প্রতিনিধি জামালপুর:
ইসলামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুর ১:৩০ মিনিটে ইসলামপুর পাটনিপাড়া মোড়ে এই দূর্ঘটনাটা সংঘটিত হয়।
উক্ত দুর্ঘটনায় পলোবান্দা ভাটিপাড়া নির্বাসি মো: নবিজল নিহত হন।
এই দূর্ঘটনাটার মূল হোতা ট্রাক চালক মো:ফরিদুল হক কে আটক করা হয়।
ট্রাক চালক,ফরিদুল হকের বক্তব্য তিনি তার নিজস্ব গতিতে চলার পথে,দূর্ঘটনায় পতিত অটো টি তার গতিপথ পরিবর্তন করতে গিয়ে উল্টে যায়,এবং ট্রাকে নিচে চাপা পড়ে।
অটোই ছিল নিহতের পরিবারের আর্থিক একমাত্র উপার্জনের সম্বল।
ছন্নছাড়া হয়ে গেল তার পরিবার,বক্তব্য নিহতের পরিবারের