Home বিনোদন আবার ঘর ভাঙল ব্রিটনির
Ogos ১৭, ২০২৩

আবার ঘর ভাঙল ব্রিটনির

২০১৭ সালের নিউ ইয়ারে স্যাম আজঘরির সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। ২০২১ সালের সেপ্টেম্বরে স্যাম ব্রিটনিকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন। গত বছর ঘর বাঁধেন দুজন। তবে ব্রিটনি আর স্যামের সম্পর্ক এক বছরের বেশি টিকল না। বুধবার গায়িকার বিচ্ছেদের খবর জানিয়েছে বিনোদনবিষয়ক গণমাধ্যম ‘পিপল’।

ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্সইনস্টাগ্রাম

বিচ্ছেদ নিয়ে জানতে পিপল স্যামের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

মা হবেন ব্রিটনি, বাবা ইরানি প্রেমিক স্যাম

 মা হবেন ব্রিটনি, বাবা ইরানি প্রেমিক স্যাম

ব্রিটনি ও স্যামের সম্পর্কের শুরু ২০১৬ সালে। ব্রিটনি স্পিয়ার্স তখন তাঁর স্লাম্বার পার্টি গানের মিউজিক ভিডিওর জন্য অভিনেতা খুঁজছিলেন। অনেক ছবির ভেতর থেকে স্যামের ছবি দেখেই বলেছিলেন, ‘অডিশনের কোনো প্রয়োজন নেই। এই ছেলেকে নিয়েই ভিডিও বানানো হবে।’

স্যামের এটি প্রথম বিয়ে হলেও এটি ছিল ব্রিটনির তৃতীয় বিয়ে। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে বিয়ে করেন ব্রিটনি। সেই বিয়ে টিকেছিল মাত্র ৫৫ ঘণ্টা। সেই বছরই মার্কিন গায়ক কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। সেই সংসারও ভেঙে যায় ২০০৭ সালে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *