ভালুকা থানা পুলিশের অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক
হুমায়ুন কবির,ময়মনসিংহ: ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ৫২ টি বস্তায় সর্বমোট ২২৪১ পিস আমদানী নিষিদ্ধ ইন্ডিয়ান শাড়ি কাপড়, চোরাচালান কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যানসহসহ ২ জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানার নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ভালুকা থানাধীন ভালুকা পৌরসভাস্থ ভালুকা টু গফরগাঁওগামী রোডে গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৫২ টি পাটের বস্তায় সর্বমোট ২২৪১ পিস ইন্ডিয়ান শাড়ি সহ ০২ জন কে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।