তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ মানিকছড়ি থানার বিশেষ অভিযানে ১০৫লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ এবং চোলাইমদ পরিবহনের কাজে একটি পিকআপসহ ০২(দুই) জন আসামী গ্রেফতার।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর (পিপিএম বার)মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ নাজমুল হাসান সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ ১৬/০৮/২০২৩খ্রিঃ তারিখ ০০.৩০ ঘটিকার সময় মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ মহামুনি সাকিনের খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পূর্বে বিআরটিসি বাস কাউন্টারের বিপরীত পাশে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি পরিচালনা করিয়া ১০৫ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ এবং চোলাইমদ পরিবহনের কাজে একটি পিকআপসহ আসামী মোঃ হাসান (২২) এবং মোঃ মজিবুর রহমান (৩২)কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক যথাসময়ে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।